আসুন কতগুলি নিষিদ্ধ/হারাম বিষয় সম্পর্কে জেনে নেই এবং আমল করার সর্বাত্মক কোষে করি।
১/ যে কোন প্রকার প্রাণীকে (এমনকি পিঁপড়েকে) আগুন দিয়ে পুড়িয়ে মাড়া/শাস্তি দেওয়া হারাম।
আবু দাউদ শরীফ, হাদিস নং-২৬৭৫।
আবু দাউদ শরীফ, হাদিস নং-২৬৭৫।
২/ উপহার/হাদিয়া/তুহফা/দান, দেওয়া-নেওয়া সুন্নত ও পরস্পরের মধ্যে ভালবাসা/মহব্বত পয়দা করে।
সুবহানআল্লাহ !
সুবহানআল্লাহ !
এই উপহার, দান বা হাদিয়া করে,তা আবার ফেরত নেওয়া বা খুটা দেওয়া অপছন্দনীয়/হারাম কাজ।
সহিহ বুখারী শরীফ, হাদিস শরীফ নং-২৫৮৯।
সহিহ বুখারী শরীফ, হাদিস শরীফ নং-২৫৮৯।
৩/ বেগানা নারীর দিকে, ও কোন সুদর্শন বালকের দিকে শরীয়তের প্রয়োজন ছাড়া তাকানোও হারাম।
তেমনি, বেগানা পুরুষের দিকেও বেগানা মহিলাদের তাকানো হারাম।
সহিহুল বুখারী শরীফ, হাদিস শরীফ নং-৬২৪৩।
তেমনি, বেগানা পুরুষের দিকেও বেগানা মহিলাদের তাকানো হারাম।
সহিহুল বুখারী শরীফ, হাদিস শরীফ নং-৬২৪৩।
৪/ মাথার চুলের সাথে পরচুলা বা বস্ত্রখন্ডের টেসেল বেঁধে বড় করে খোঁপা বাঁধে অন্য জনের দৃষ্টি আকর্ষন করা হারাম।
সর্তত্ব্য,"যে দেখায়/যারা দেখে" এরা সকলে জাহান্নামী। মুসলিম শরীফ, হাদিস শরীফ নং-২১২৮।
সর্তত্ব্য,"যে দেখায়/যারা দেখে" এরা সকলে জাহান্নামী। মুসলিম শরীফ, হাদিস শরীফ নং-২১২৮।
৫/ চুলে "কলপ" ব্যবহার করা "নারী-পুরুষ" সকলের জন্যই সর্ব অবস্থায় হারাম।
মুসলিম শরীফ, হাদিস নং-২১০২।
মুসলিম শরীফ, হাদিস নং-২১০২।
৬/ সাদা পাকা/চুল উপরে ফেলা হারাম। কিয়ামতের দিন তা মুসলিমদের জন্য জ্যোতি হবে।
আবুদাউদ শরীফ, হাদিস শরীফ নং-৪২০২।
আবুদাউদ শরীফ, হাদিস শরীফ নং-৪২০২।
৭/ রোগের মধ্যে কোন রকম ছুঁয়াছে নেই, যেমন- চুখ উঠা, কলেরা, বসন্ত স্বেত বা ধলি রোগ, ও পেঁচা, ডিম বিধবা নারী, খালী কলসি দেখার মাঝে অশুভ/কু'লক্ষন বলতে কিছু নেই।
সহিহুল বুখারী, হাদিস শরীফ নং-৫৭৫৬।
সহিহুল বুখারী, হাদিস শরীফ নং-৫৭৫৬।
৯/ ক্রমাগত দুই বা তার অধিক দিন ধরে বিনা খানা-পিনায় রোযা রাখা হারাম । বুখারী শরীফ, হাদিস শরীফ নং-১৯৬৪/৬৫।
আল্লাহপাক আমাদের সকলকে উনার হাবীবের ও আহলু বাইতের উসিলায় তা মানার ও মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক এনায়েত করুন।
মুহম্মদ তাহের খান।
মুহম্মদ তাহের খান।
NB: কপি, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, পড়ার জন্য।
No comments:
Post a Comment