Thursday, February 15, 2018
বাহাসের কিছু কিতাব
আপনারা সকলেই মুবাহিছে আযম হযরত মাওলানা রূহুল আমীন বশিরহাটী রহমাতুল্লাহি আলাইহি উনার নাম শুনেছেন। উনি অসংখ্য বাহাসে অংশ নিয়েছেন এবং প্রতিটি বাহাসে জয়ী হয়েছেন। উনার বাহাসের বিশয়গুলো মূলত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদাভুক্ত বিষয়ঃ মীলাদ-ক্বিয়াম শরীফ, মাযহাব উনাদের পক্ষে আর হারাম গান-বাজনা, তাযিমী সিজদাহ এর বিপক্ষে ।
অনেক দিন পর উনার কিছু কিতাব হাতে পেলাম।
বাহাসের কিতাবগুলো বাত্বিল ফির্কাদের বিরুদ্ধে অকাট্য দলিল সমৃদ্ধ।
যে কিতাব গুলো আমার সংগ্রহে আছেঃ
১।নবাবপুরে হানাফী বনাম আহলে হাদীছ বাহাস
২।কিশোরগঞ্জে মীলাদ-ক্বিয়ামের বাহাস
৩।লক্ষীপুরের বাহাস
৪।মাইজভান্ডারের বাহাস
৫।রদ্দে বিদয়াত- ২য় খণ্ড
৬।ফুরফুরা শরীফের ইতিহাস ও আবূ বকর সিদ্দিকী ফুরফুরাবী রহমাতুল্লাহি আলাইহির জিবনী
৭।একটি ফতোয়ার রদ
৮। ইজহারুল হক্ব/ কদম্বুছির ফতোয়ার সমালোচনা
৯। ওয়াজ শিক্ষা- ৩,৪ ও ৫ম খণ্ড
১০। অছীয়ত নামা
১১। কাদিয়ানী রদ – ১ম খণ্ড
১২।খন্দকারের ধোকা ভঞ্জন
১২। জরুরী ফতওয়া- ১ম খণ্ড
১৩। তাছাওউফ তত্ত্ব বা তরীক্বত দর্পন
১৪। তারদীদুল মুবতালিন ফি রদ্দে ছায়ফুল মুহাদ্দিছীন
১৫।দাফিউল মুফছেদিন
১৬। দোয়াল্লিন জোয়াল্লীনের মীমাংসা
১৭।নাড়ি কাটার ফতওয়া
১৮। নামাজ শিক্ষা
১৯। নিকাহ ও জানাজা তত্ত্ব
২০।পীর-মুরীদীতত্ত্ব-১ম খণ্ড
২১। ফতওয়ায়ে আমিনিয়া- ২ও ৩ খণ্ড
২২।ফিরক্বাতুন নাজী
২৩। বাগমারির ফকিরের ধোকাভঞ্জন
২৪। বেহেশত-দোযখের বর্ননা- ২য় খণ্ড
২৫।মিলাদে মোস্তফা- ১ম খণ্ড
২৬। হানাফী ফিক্বহ তত্ত্ব- ২য় খণ্ড
Subscribe to:
Post Comments (Atom)
আমার বাগমারির ফকিরের ধাকা বন্ধন বই পিডিএফ কঁপি চাই আপনি কি দিতে পারবেন
ReplyDeleteআমার মোবাইল নম্বর 7001950931
ফুরফুরা শরীফের বই চাই wa.me//7679205476
ReplyDelete