
যত্রতত্র ফ্লাইওভার তৈরী করে টাকা অপচয় না করে বাইরের জেলাগুলোকে উন্নত করুন
==================================
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
فاسئلوا اهل الذكر انكنتم لا تعلمون
অর্থাৎ “(দ্বীনী বা দুনিয়াবী যেকোনো বিষয়) যদি তোমাদের জানা না থাকে তবে আহলে যিকির বা আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও।”
সরকার ঢাকা শহরের যানজট কমাতে একের পর এক ফ্লাইওভার তৈরী করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে- ফ্লাইওভারের কারণে ঢাকা শহরের যানজট কমেছে কি? মোটেও কমে নাই। বরং আরো বেড়েছে।
কারণ ফ্লাইওভারের কারণে অনেক রাস্তাই এখন ছোট হয়ে গেছে। ফলে ফ্লাইওভারের নীচে ও উপরে উভয় জায়গাতেই এখন তীব্র যানজট হচ্ছে।
যার বাস্তব প্রমান রাজারবাগ-মগবাজার ফ্লাইওভার। ফ্লাইওভারটি তৈরী হওয়ার পূর্বে মালিবাগ মোড় থেকে শহীদবাগ মোড় পর্যন্ত কখনো এতদীর্ঘ যানজট নজরে পড়েনি। অথচ ফ্লাইওভার উদ্ভোধন হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই ফ্লাইওভারের উপরে ও নীচে মালিবাগ মোড় থেকে শহীদবাগ মোড় পর্যন্ত দীর্ঘ ও তীব্র যানযট লেগেই থাকে।
==================================
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
فاسئلوا اهل الذكر انكنتم لا تعلمون
অর্থাৎ “(দ্বীনী বা দুনিয়াবী যেকোনো বিষয়) যদি তোমাদের জানা না থাকে তবে আহলে যিকির বা আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও।”
সরকার ঢাকা শহরের যানজট কমাতে একের পর এক ফ্লাইওভার তৈরী করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে- ফ্লাইওভারের কারণে ঢাকা শহরের যানজট কমেছে কি? মোটেও কমে নাই। বরং আরো বেড়েছে।
কারণ ফ্লাইওভারের কারণে অনেক রাস্তাই এখন ছোট হয়ে গেছে। ফলে ফ্লাইওভারের নীচে ও উপরে উভয় জায়গাতেই এখন তীব্র যানজট হচ্ছে।
যার বাস্তব প্রমান রাজারবাগ-মগবাজার ফ্লাইওভার। ফ্লাইওভারটি তৈরী হওয়ার পূর্বে মালিবাগ মোড় থেকে শহীদবাগ মোড় পর্যন্ত কখনো এতদীর্ঘ যানজট নজরে পড়েনি। অথচ ফ্লাইওভার উদ্ভোধন হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই ফ্লাইওভারের উপরে ও নীচে মালিবাগ মোড় থেকে শহীদবাগ মোড় পর্যন্ত দীর্ঘ ও তীব্র যানযট লেগেই থাকে।
এতে বুঝা গেল যে, ফ্লাইওভারে মোটেও যানজট কমেনা এবং কমবেও না। সরকার যদি সত্যিই যানজট মুক্ত ঢাকা শহর গড়তে চায়; তবে তাকে সমস্ত শহরগুলোকে বিকেন্দ্রীকরণ করতে হবে। অর্থাৎ অন্যান্য জেলা শহরগুলোকে উন্নত করে, ঢাকা শহরের লোকগুলো উল্লিখিত শহরগুলোতে ছড়িয়ে দিতে হবে। তবেই ঢাকা শহর যানজট মুক্ত হতে পারে নচেৎ নয়।
আর এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা যিনি দিতে পারবেন তিনি হচ্ছেন- বর্তমান যামানার মুজাদ্দিদ ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। তাই সরকারের উচিৎ যেকোনো বিষয়ে উনার মূল্যবান পরামর্শ গ্রহণ করা।
No comments:
Post a Comment