Thursday, February 15, 2018

নামায সঠিকভাবে আদায় করলে পাঁচ প্রকার নিয়ামত!



পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,

"যে ব্যক্তি সম্মানিত নামায সঠিকভাবে আদায় করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে পাঁচ প্রকার নিয়ামত দানে সম্মানিত করবেন।

(১) রিযিকের সংকীর্ণতা দূর করে দিবেন।

(২) কবরের আযাব দূর করে দিবেন।

(৩) ক্বিয়ামতের দিন আমলনামা ডান হাতে প্রদান করবেন।

(৪) পুলছিরাত বিদ্যুতের ন্যায় পার করাবেন।

(৫) হিসাব-নিকাশ হতে অব্যাহতি দান করবেন।’ সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment